কাজী সাইফুল,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার মৎস্য কার্যালয়ের পুকুর পুনঃ খনন প্রকল্পের প্রায় এক কোটি টাকা
হরিলুট হয়েছে। নিয়ম কানুনের তোয়াক্কা না করেই দায়সারাভাবে এই প্রকল্পের কাজ করছে বলে পুকুর
মালিকদের অভিযোগের প্রেক্ষিত বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় "পুকুর খননে প্রায় কোটি টাকা হরিলুট"
এমন শিরোনামে সংবাদ প্রকাশ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পঞ্চগড়
আয়োজিত গণশুনানিতে অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এহতেশাম রেজাকে প্রধান করে উক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে
প্রতিবেদন দিতে বলেছেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
০৪ জুলাই (বৃহস্পতিবার) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণশুনানিতে প্রায় ৮২ টি অভিযোগ
উপস্থাপন হয়।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি
দমন কমিশন (দুদক) এর কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। এছাড়াও দুদক'র পরিচালক মোঃ নাসিম,
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জেকের, রংপুর বিভাগীয় পরিচালক মনিরুজ্জামান খান,
সুপার মোঃ গিয়াস উদ্দীন উপস্থিত ছিলেন।
, পঞ্চগড়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম