আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি আজ চারটি সড়ক পাকাকরণের ভিত্তি স্থাপন করেন। এ সড়কগুলো নির্মাণে ৪ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে গোদারঘাট থেকে পুলবন্দি সড়কের ১০২৫ মিটার, মালিবাড়ি থেকে ঝাউবাড়ি সড়কের ১২০০ মিটার, ঠাকুরের দিঘী থেকে পাঁচজুম্মা সড়কের ৩২৩০ মিটার এবং দুর্গাপুর থেকে নারায়নপুর সড়কের ১ কিলোমিটার অংশ পাকাকরণের কাজ করা হবে। এ উপলক্ষে পাঁচজুম্মা এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মুন্নাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম