12:52 AM, 13 November, 2025

বরগুনা আমতলীতে বেতনভাতা পাওয়ার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

FB_IMG_1554206266097
এইচ. এম. রাসেল,
আমতলী প্রতিনিধিঃ আমতলী ম‌ফিজ উ‌দ্দিন পাইলট মাধ্যা‌মিক বিদ্যাল‌য়ের দীর্ঘ ১৬ মাস ধরে বেতনভাতা বন্ধ থাকায় শিক্ষক কর্মচারী‌দের বেতন ভাতা পাওয়ার দাবী‌তে আজ ২এ‌প্রিল সকাল ১০টায় উপ‌জেলা চত্ব‌রে মানব বন্দন ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কা‌ছে স্নারক লি‌পি প্রদান ক‌রেন।
এছাড়াও আমতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলে শিক্ষক-শিক্ষিকা ছাড়াও অংশ নেয় করে স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীরা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি জমা দেয় স্কুল কর্তৃপক্ষ।
আমতলী উপজেলা মাধ‌্যমিক শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বলেন, ১৬ মাস ধরে এই প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকারা বেতনভাতা না পেয়ে বর্তমানে অনেকেই মানবেতর জীবন-যাপন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির সুরাহা করবেন বলে আমরা জোরালোদাবে দাবি জানাই।
এ ব‌্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসাইন বলেন, স্কুল কর্তৃপক্ষের দেয়া স্মারকলিপি গ্রহণ করেছি। আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব চেষ্টা করবো যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে।