নাগরপুর (টাংগাইল)প্রতিনিধিঃ ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে ও দিনভর নানাবিধ কর্মসূচীর মাধ্যমে সারাদেশের মত টাঙ্গাইলের নাগরপুরে ১২ তম বিশ্ব অটিজম সচেনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২ এপ্রিল) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিস র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলানির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা সৌরভ তালুকদার, মৎস্য কর্মকর্তা নাজনীন সুলতানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়াঙ্কা বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন প্রমূখ। আলোচনায় বক্তারা অটিজম আক্রান্তদের সমাজের বোঝা না ভেবে কিভাবে তাদের সম্পদে রুপান্তরিত করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। এসময় বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম