12:52 AM, 13 November, 2025

বরগুনা আমতলীতে নির্বাচনী পরবর্তী সহিংসতায় ১৫ জন আহত

images
এইচ.এম. রাসেল,
আমতলী (বরগুনা)  প্রতিনিধিঃ
…………………………………………
বরগুনা আমতলীতে সোমবার রাতে নির্বাচনী পরবর্তী সহিংসতায় ১৫ জন আহত হয়েছে। জানা গেছে, রাত ৮ টায় আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের যুগিয়া গ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের সমর্থক ও পরাজিত স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সামসুদ্দিন ছজুর সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার সহিংসতার ঘটনা ঘটে এতে দু পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তারা হলেন কালা মানিক (৪৫) কাওসার (৩৫) পলাশ (৩০) হুময়ুন (৪০) রিয়াজ (২৭) এখন শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রনের আনার জন্য শহরে বিজিবি পুলিশ মোতায়েন করা হয়েছে।
আমতলী থানার অফিসার ইন চার্জ (তদন্ত) নুরুল ইসলাম বাদল জানান, ৭ জনকে আটক করা হয়েছে।