5:01 AM, 13 November, 2025

গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগালেই জরিমানা

tree_adjpg

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘পরিচ্ছন্ন নগরী গড়তে দেয়ালে কেউ কিছু লিখলে বা গাছে পেরেক মেরে বিজ্ঞাপন লাগালে, ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে’।

ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের ইতিমধ্যে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মেয়র।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘শিশুবান্ধব নগরী গড়তে নগর অ্যাপের ফলো মি অপশনের মাধ্যমে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি আগারগাঁওয়ে পৃথক সাইকেল লেনসহ সড়ক করা হবে।’