4:49 PM, 31 January, 2026

সাঘাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

IMG_8875 (1)

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাঘাটা উপজেলা ভরতখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএস) এর অর্থায়নে এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এ পরিবেশ দিবস পালন করা হয়।
এ উপলক্ষে ভরতখালী ইউনিয়ন পরিষদ চত্বর হতে অটোভ্যান যোগে র‌্যালী বের করে ভরতখালী ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান সামশীল আজাদ শীতলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন প্রবীন কমিটির সহ-সভাপতি শফিউল ইসলাম কাদেরী, কমিটির সদস্য একরামুল হক মাখন, নজরুল ইসলাম, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি আবু সুফিয়ান, সাদ্দাম হোসেন, যুব কমিটির সভাপতি হাবিবুর রহমান বাবু প্রমূখ। ইউপি চেয়ারম্যান সামছুল আজাদ শীতল সভাপতির বক্তব্যে বলেন, বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস নির্গমন আর প্রচুর পরিমান ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিষ্কাশনের ফলে দিন দিন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে পরিবর্তিত হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডল এবং জলবায়ূ। যার ফলাফল স্বরূপ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। অদুর ভবিষ্যতে বাংলাদেশ তলিয়ে যেতে পারে। এ থেকে রক্ষা পেতে আমাদের সাধ্যের মধ্যে আছে যেমন গাছপালা নিধন না করা, অন্যকে নিরুৎসাহিত করা এবং নিজে বেশী করে পরিবেশ বান্ধব গাছ লাগানো আর অন্যকে গাছ লাগানোয় উৎসাহিত করা। গাড়ির ক্ষতিকর কালোধোয়া বন্ধ করার চেষ্টা করা এবং সমাজের সকলকে সচেতন করা। ময়লা আবর্জনা যত্রতত্র ভাবে না ফেলা এবং বর্জ্য পদার্থ যেখানে সেখানে নিষ্কাশিত না করা। এরকম আরও অনেক বিষয় যা পরিবেশের জন্য ক্ষতিকর। এসব ক্ষতিকর দিক বন্ধ করতে সবাইকে অনুপ্রেরণা দিবে আজকের এই দিন।