
মো: আব্দুর রহিম, মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার উর্ধমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, "বিদ্যালয়ে শুধু ভবন নির্মাণ করা হলেই শিক্ষার মান উন্নয়ন হবে না।
শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের আন্তরিক হতে হবে। আন্তরিকতার সাথে পাঠদান করতে হবে। শিক্ষার্থীদেরও পড়ালেখায় মনযোগী হতে হবে। শিক্ষকরা তাদের কাজ আন্তরিকতার সাথে না করলে শিক্ষার উন্নয়নে সরকারের প্রচেষ্টা সফল হবে না।
রোববার (২ জুন) বিকেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহিবুর রহমান। তরুণ সমাজসেবক ইকবাল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফখরুল ইসলাম প্রমুখ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করবে। এতে সরকারের ব্যয় হবে ৭৫ লাখ টাকা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম