আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
৫ম ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বৃহস্পতিবার পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেননি। ফলে এ নির্বাচনে ১৪ জন প্রার্থী বহাল থাকলেন। এরমধ্যে ৪ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রইলেন।
চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন খয়বর হোসেন সরকার (স্বতন্ত্র), আহসান হাবীব (জাতীয় পার্টি), আশরাফুল আলম সরকার (স্বতন্ত্র) ও গোলাম আহসান হাবীব মাসুদ (স্বতন্ত্র)।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী বহাল থাকলো। উপজেলা নির্বাচন গাইবান্ধা রির্টার্নিং অফিসার সুত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১৮ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম