5:20 AM, 13 November, 2025

পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

mmm

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ২৯ মে বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার এমপি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান ,গাইবান্ধা সদরের সহকারি কমিশনার (ভুমি) আরিফ হোসনে ,সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান,থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা। এসময় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।