মোঃ জামাল উদ্দিন
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউ/পি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আব্দুর রকিব আমেরিকা প্রবাসীর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।৬-৭-৮-৯ নং ওয়ার্ডে প্রায় ৪শত পরিবারের মধ্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ঈদ সামগ্রী বিতরণ এর ১ম পর্বে স্থানীয় মধ্য রাজনগর বাজারে,মুরব্বি নুর মিয়ার সভাপতিত্বে, কাজী আমির উদ্দিনের পরিচালনায়,
২য় পর্বে স্থানীয় শিমুল তলা স্কুল মাঠে, নিজাম উদ্দিনের পরিচালনায়,ইসমাঈল সরকারের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলাবাড়ি মাদ্রাসার মুহতামিম আব্দুল মোছাব্বির,
স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মইন উদ্দিন মিলন,বিশেষ অতিথি সামসুল ইসলাম কমান্ডার,সাংবাদিক আবিদুর রহমান,
আত্তর হোসেন,বশির আহমদ,খয়রুল্লাহ,তাজ উদ্দিন,আলা উদ্দিন,রজন মিয়া,আইয়ুব খান,আব্দুল আলীম,
প্রণজিত,ফয়েজ,আনোয়ার সাইফি, ফয়জুর রহমান,হাফিজ আব্দুল মতিন,অলেক মিয়া,ফরিদ মিয়া, মুক্তিযোদ্ধা সাইদুল হক,লায়েক,আমির উদ্দিন,কালা মিয়া সহ প্রমুখ।
বিঃদ্রঃ-গতপর্বে ৪'৫নং ওয়ার্ডে প্রায় ৪শত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।