1:40 PM, 13 November, 2025

জাতির জনক ও সরকারিকৃত কলেজের প্রয়াত শিক্ষকদের স্মরণে চট্টগ্রামে বাসকশিপসের দোয়া অনুষ্ঠিত

20190529_072931
সিরাজুল ইসলামঃ গতকাল (মঙ্গলবার) ২৮মে চট্টগ্রাম বহদ্দারহাটের ঐতিহ্যবাহী কাঁশবন হোটেলে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ/সোসাইটি (বাসকশিপ/স) এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ, সরকারিকৃত কলেজের সদ্য প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনায় “দোয়া ও ইফতার মাহফিল” আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের এবং সদ্য সরকারিকৃত কলেজের যেসকল শিক্ষকরা প্রায়ত হয়েছেন তাদের স্বরণে বিশেষ দোয়া কামনা করা হয়। এতে উপস্থিত ছিলেন বাসকশিপসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারন সম্পাদক ড. আহম্মদ আলী মল্লিক, সহ সভাপতি অাব্দুস ছাত্তার,  যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ শামীম উদ্দিন সুজন, যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিক উল্লাহ, সহ মহিলা বিষয়ক সম্পাদক পাইম্রা সং মারমা, সদস্য শামসুল আলম, সদস্য জিতু বড়ুয়া, সদস্য ওমর ফারুক, সদস্য মোজাহিদুল ইসলাম বাতেন, সদস্য রাশেদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা সভাপতি প্রদীপ কুমার, রাঙ্গামাটি সভাপতি মোহাম্মদ ইসহাক ও সেক্রেটারি শ্রাবণ বোস, নুরুল আজম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মো: শামীম উদ্দিন সুজন,  সঞ্চালনা করেন আতিক উল্লাহ চৌধুরী ও দোয়া পরিচালনা করেন এবিএম মোজাহিদুল ইসলাম বাতেন।
উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি মো: অাতাউর রহমান বলেন সরকারিকরণ প্রক্রিয়া মন্থর হওয়ার কারণে ৩০২ কলেজের পাঠদান ও প্রশাসনিক কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। তাই তিনি সরকারিকৃত কলেজগুলোর দ্রুত পদ সৃজন ও  নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি জানান।
তাছাড়া অনুষ্ঠানে বাসকশিপসকে বাংলাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক সংগঠনে পরিণত করার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।