9:54 PM, 12 November, 2025

ধানের ন্যায্য মুল্য নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় স্মারকলিপি প্রদান

Gaibandha

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাটে-বাজারে সরকারি ক্রয় কেন্দ্র খুলে, সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় কর, করতে হবে ও ধানের ন্যায্য মুল্য নিশ্চিত করার দাবিতে আজ ২৬ মে রোববার সকালে গাইবান্ধা জেলা কৃষক দল জেলা প্রশাসকের বরাবরে অফিস কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদুজ্জামান শহীদ, জেলা কৃষক দলের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সি. সহ-সভাপতি মোঃ আব্দুল হাই মিয়া, সদর থানা কৃষক দলের সভাপতি মোঃ হাসেন আলী সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, সাদুল্যাপুর থানা কৃষক দলের সভাপতি মোঃ হবিবর রহমান, সাঘাটা থানা কৃষক দল সভাপতি এ্যাডঃ মোঃ আবু বক্কর সিদ্দিক ছানা, সুন্দরগঞ্জ থানা কৃষক দল সভাপতি প্রভাষক মোঃ ফারুক মিয়া, পলাশবাড়ী থানা কৃষক দলের মোঃ শফিকুল ইসলাম ছকু, মোঃ জাহিদুল ইসলাম আঙ্গুর, মোঃ আবু তাহের মিয়া, মোঃ আসাদুল ইসলাম প্রমুখ।