ঢাকায় কাচিক স্কুলের প্রাক্তন ছাত্রদের ইফতার:

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকায় কাচিক স্কুলের প্রাক্তন ছাত্রদের ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ রমনা চাইনিজ রেস্টুরেন্টে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনিকল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং ছাত্রীদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । কেসিএসএমএক্স স্টুডেন্ট ক্লাবের (ঢাকা) এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ ফরিদ আহমেদ সোবহানী , ডাঃ আলাউদ্দিন, মোস্তাক সোবহানী , নাজমুল কবির আলমগীর , মনোয়ার হোসেন শিমুল, আব্দুল্লাহ আল নোমান , নুরুল ওয়াহাব টূটুল, মারুফ রেজা , ইলিয়াছ কাঞ্চন , আকরাম ভূঁইয়াসহ অনেক প্রাক্তন শিক্ষার্থী ।
