শ্রীমঙ্গলে বালুভর্তি ট্রাকের চাপায় ১৪ বছরের কিশোর নিহত

মো: আব্দুর রহিম, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া বাজারে দ্রুতগামী বালুভর্তি ট্রাক চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত কিশোরের আলমগীর (১৪) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খাঁন ইউনিয়নের সিক্কা গ্রামের আব্দুলহক এর ছেলে।
প্রত্যক্ষদর্শী বরাতে জানা যায়, নিহত আলমগীর রাস্তা দিয়ে হেঁটে আসছিলো হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক তাকে পাশের দিক থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়া মাত্রই সেখানে ফোর্স পাঠিয়েছি। আটক ট্রাক ও ড্রাইভারকে ধরার জন্য আমরা চেষ্টা করছি।
