4:51 AM, 13 November, 2025

ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে ফুলছড়িতে বিএনপি’র মানববন্ধন

Fulchari

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলছড়ি উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফায়েল আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম নান্নু, উদাখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকক ডা. হামিদুল ইসলাম, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম লাভলু, বিএনপি নেতা শফিউল করিম দোলন, উপজেলা যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ সাজ্জাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, উদাখালী ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা মধ্যস্থতাকারী সুবিধাভোগীদের কাছ থেকে ধান না কিনে সরাসরি কৃষকের কাছ থেকেই ধান ক্রয় করে ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান। এছাড়া মধ্যস্বত্বভোগী সুবিধাবাদী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করারও দাবি জানানো হয়।