1:40 PM, 13 November, 2025

নাগরপুরে নব গঠিত উপজেলা পরিষদের প্রথম সভা ও পরিষদের বিগত সদস্যদের বিদায় সংবর্ধনা

nagarpur vphoto 22.05 (1)

নাগরপুরে (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে নব গঠিত উপজেলা পরিষদ (৫ম উপজেলা পরিষদ) এর প্রথম সভা ও ৪র্থ উপজেলা পরিষদের সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল -৬ ( নাগরপুর- দেলদুয়ার) সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল, সহকারি কমিশনার (ভুমি) ইয়াসমিন মনিরা, বিদায়ী ভাইস চেয়ারম্যান মো.রফিজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জিয়াসমিন আক্তার জ্যোৎস্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাদঁ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো, হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা প্রমুখ। এ সময় বিগত উপজেলা পরিষদের চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হওয়ায় শুধু ভাইস চেয়ারম্যানদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।