সুন্দরগঞ্জে সিয়াম তাকওয়া সাদাকাহ ওয়াকফ শীর্ষক আলোচনা সভা

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড গাইবান্ধার সুন্দরগঞ্জ শাখার উদ্যোগে সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ব্যাংক ভবনে রংপুর জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান এ.কে.এম পেয়ার আহমদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন লালমনিরহাট কাশীরাম একরামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজিয়া বেগম, অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্যাংক ব্যাবস্থাপক মোহাম্মদ আবু বাক্কার প্রমূখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
