9:45 AM, 13 November, 2025

আমতলী-ঢাকা নৌরুটে দুটি লঞ্চের দাবীতে আগামী ২০ মে মানববন্ধন

images
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
ঢাকা-আমতলী নৌরুটে ছোট লঞ্চ বন্ধ করে বড় লঞ্চ চালুর দাবিতে আগামী ২০ মে সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হবে বলে ঘোষণা দিয়েছেন আমতলী নাগরিক ফোরাম।
একমাত্র নৌপথ কেন্দ্রীক যোগাযোগ হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে ঢাকা-আমতলী নৌরুটে ছোট লঞ্চ দিয়ে যাত্রী পরিবহণ করছে মালিকরা।
দুর্যোগ মৌসুমে ওইসব ছোট লঞ্চ চলাচলে জীবনের ঝুঁকি থাকে। এরপরেও যাত্রীর চেয়ে পণ্য পরিবহণের গুরুত্বই অনেক বেশি। দীর্ঘদিন ধরে লঞ্চ মালিকদের স্বেচ্ছাচারিতার কাছে এই রুটের যাত্রীরা জিম্মি হয়ে রয়েছে। এ অবস্থায় ছোট লঞ্চের পরিবর্তে বড় লঞ্চ চালু, লঞ্চ মালিকদের স্বেচ্ছাচারিতা ও অবৈধ সিন্ডিকেট ভেঙে যাত্রী সেবা নিশ্চিত করার দাবি যানানো হবে এ মানববন্ধনে।
আগামী ২০ মে মানববন্ধনে যথাযথ সময়ে সকলের উপস্থিতি কামনা করছেন আমতলী উপজেলা নাগরিক ফোরামের নবনির্বাচিত সভাপতি অ‌্যাডভোকেট এমএ কাদের এবং পৌর সভাপতি আবুল হোসেন বিশ্বাস।