বরগুনায় পক্ষপাতিত্বের অভিযোগে আমতলী থানার ওসি প্রত্যাহার

এইচ. এম. রাসেল,
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
………………………………………..
বরগুনা আমতলী উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ ও দায়িত্ব অবহেলার অভিযোগে বরগুনার আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলনকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহষ্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ওসি মিলনকে প্রত্যাহারে নির্দেশ দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলা নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে আ.লীগ মনোনিত প্রার্থী জিএম দেলোয়ার হোসেন জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ওসি মিলনকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। বরগুনা জেলা সহকারি রির্টানিং কর্মকর্তা (এডিসি জেনারেল) মাহবুবুর রহমান আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের কাছে একজন প্রার্থী আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ দিয়েছিলেন। আমরা নির্বাচন কমিশনে সেটি প্রেরণ করেছিলাম। অভিযোগের আলোকে নির্বাচন কমিশন আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছন।
