দেবীগঞ্জে মহিলাজনিত ফিস্টুলার উপর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কাজী সাইফুল
দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ
দেবীগঞ্জে মহিলাজনিত ফিস্টুলা রোগের উপর অবহিতকরণ সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ল্যাম্ব (খঅগই) এসএস-এফজিএফ প্রজেক্ট পার্বতীপুর,দিনাজপুর এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান।অনুষ্ঠান পরিচালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ ইয়ারব হোসেন টেশনিক্যাল অফিসার,ফিস্টুলা কেয়ার প্লাস প্রজেক্ট (ল্যাম্ব)। এ সময় উপস্থিত থেকে সভায় অংশগ্রহন করেন, উপজেলার গ্রাম চিকিৎসক,ইমাম, ইউপি সদস্য/সদস্যা, সাংবাদিক প্রমুখ।উল্লখ্যে যে দশেপ্রোয় ৬০হাজার মহলিা ফস্টেুলা রোগে আক্তান্তে ভুগছ,েএবং প্রতবিছর ১০হাজার মহলিা নতুন ভাবে এরোগে আক্তান্ত হচ্ছ।ে তবে চকিৎিসায় এরোগ ভাল হয়।
