2:30 AM, 13 November, 2025

সাদুল্যাপুরে তিন সন্তান প্রসব করেছে দরিদ্র এক নারী, সুস্থ ৩ নবজাতকসহ মা

3 SHISU NEWS

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামে শনিবার ১১ মে ভোর রাতে এক হতদরিদ্র পরিবারে তিন সন্তান প্রসব করেন মা। ২ ছেলে ১ মেয়ে বর্তমানে তিন সন্তানসহ মা সুস্থ রয়েছেন,সিজার না করেই নিজ বাড়িতে নরমাল ডেলিভেরী হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে, উৎসুক জনতা সন্তান দেখতে ওই বাড়িতে ভীর জমালেও বেলা ১টা পর্যন্ত ঐ বাড়িতে কোন স্বাস্থকর্মী যায়নি। বোয়ালীদহ গ্রামের সামাদ মিয়ার কন্যা সুমি বেগম তিন সন্তানের জন্ম দিয়েছেন। সুমির বিয়ে হয়েছে পাশ্ববর্তী গঙ্গানারায়নপুর গ্রামের রাজমিস্ত্রী নূর নবীর সঙ্গে। নূর নবী পেটের দায়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সন্তান ভূমিষ্ট হবার খবর পেয়েছে ফোনে, আসবে কিনা জানেনা, তার স্ত্রী সুমি। কেউ সন্তান জন্ম দিতে না পেরে কেঁদে বুক ভাসায়, আবার কেউ একাধিক সন্তান জন্ম দিয়ে পড়েন বে-কায়দায়।

প্রত্যন্ত পল্লীর ওই বাড়িতে একটি টিনের বেড়া ও টিনের ছাউনী দিয়ে তৈরী ঘরে প্রখর রোদের তাপে তিনটি সন্তান নিয়ে অযতেœ অবহেলায় কাতরাচ্ছেনা মা। অনেকেই আর্থিক সহযোগিতা করছেন সদ্য ভূমিষ্ট হওয়া সন্তানদের দুধ কেনার জন্য। সামান্য সহযোগিতা দিয়ে কিছুই হবেনা, তবু সবাইকে এগিয়ে আসতে হবে দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য।