8:49 PM, 12 November, 2025

নবাবগঞ্জে দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

IMG_20220613_101932

‘রক্ত দিন, জীবন বাঁচান’ এ বিষয়কে সামনে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নে ২০২০ইং সালে প্রতিষ্ঠিত হয়েছে দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটি। প্রতিষ্ঠার পর থেকেই জরুরী রোগী অসহায় মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। হাটিহাটি পা পা করে সংগঠনটি আজ দ্বিতীয় বর্ষে পদার্পন করল।
এ উপলক্ষ্যে সংগঠনের আয়োজনে আলোচনা সভা, ৩টি এতিমখানা মাদ্রাসায় ৫০০জন শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল ১২ জুন রবিবার সন্ধায় হাঁসারপাড়া মদিনাতুল উলুম রহমানিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় সংগঠনের সভাপতি মোঃ নূর ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ নিয়ন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাংবাদিক গোলাম রব্বানী, উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোঃ মোজাম্মেল হক (ডিলার), এলাকার জমিদাতা মোঃ ফারুক হোসেন উপস্থিত ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, ২০২০ সালের ১২ই জুন দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
এ পর্যন্ত ৯২৩ ব্যাগ রক্ত বিভিন্ন অসহায় দুঃস্থ শারিরীক অসুস্থ রোগীদর মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

2 thoughts on “নবাবগঞ্জে দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *