ঠাকুরগাঁওয়ে গভীর নলকূপের ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিনদিন পর রাজু হোসেন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (৭ জুন) সকালে উপজলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ টেকনিক্যাল কলেজের উত্তর পাশে একটি গভীর নলকূপের ঘরের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাজু হোসেন বগুড়া জেলার বাকু মোল্লার ছেলে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে রূপগঞ্জ গ্রামে বসবাস করছিলেন তিনি। স্ত্রীর সাথে ঝগড়ার পর অভিমানে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার স্ত্রীর সাথে ঝগড়ার পর রাতে আত্মহত্যা করবে বলে বিষের বোতল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান রাজু। পরে আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন জানান, মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/es/register?ref=JHQQKNKN
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.