ভূঞাপুরে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ বছরে পদার্পণ উপলক্ষে “যায়যায়দিনের” প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার (৬ জুন) সকাল ১১ টায় ভূঞাপুর প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খানের সভপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রেসক্লাব উপদেষ্টা বদিউজ্জামান খান, প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, যুগান্তর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান মিন্টু, সুফিয়া খাতুনসহ আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মাসুদুল হক টুকু, সিরাজুল ইসলাম কিসলু, শফিকুল ইসলাম শাহিন, জুলিয়া পারভেজ, অভিজিৎ ঘোষ, আসাদুল খান, কোরবান আলী তালুদার, ফরমান শেখ, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, নাসির উদ্দিন প্রমুখ।
