9:53 PM, 12 November, 2025

নবাবগঞ্জে সুপারভাইজার ও গণনাকারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

284968431_3327378054196867_6038057674282353648_n-1024x646

গতকাল শনিবার দিনাজপুরের নবাবগঞ্জে ৬ষ্ঠ জাতীয় জনশুমারী ও গৃহগণনা ২০২২ উপলক্ষ্যে সুপারভাইজার ও গণনাকারীদের নিয়ে প্রথম পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিসংখ্যান অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, নবাবগঞ্জ উপজেলায় সুপারভাইজার ১০০জন, গণনাকারী ৬০০জন প্রশিক্ষনে অংশগ্রহণ করেছেন।
দাউদপুর সমবায় কর্মকর্তা নাসিমুল হক ও নবাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় একাডমিক সুপারভাইজার শফিউল আলম নবাবগঞ্জ ডিগ্রী কলেজে পৃথক পৃথক ভাবে প্রশিক্ষণ দেন।

1 thought on “নবাবগঞ্জে সুপারভাইজার ও গণনাকারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *