ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের সদস্যদের ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি কার্যালয় চত্বরে বিতরণ অনুষ্ঠিত হয় । ওয়ার্ল্ড ভিশন এ পি র আয়োজনে অনুষ্ঠানে ঠাকুরগাঁও সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিম এর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূইয়া, বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জবেদ আলি, সদর উপজেলা সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম
এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ মনসুর আলী প্রমুখ।
হতদরিদ্র পরিবারের আর্থিক ভাবে স্বাবলম্বীতায় এ সময় ২০ পরিবারকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য জনপ্রতি ১৫ হাজার টাকার বিভিন্ন মালামাল সামগ্রী বিতরণ করা হয় ।
