2:03 AM, 1 February, 2026

ঠাকুরগাঁওয়ে ডিগ্রি কলেজের নতুন পাঁচতলা একাডেমিক ভবনের ভিত্তির কাজের উদ্বোধন

FB_IMG_1653983279910
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রী কলেজের নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তি কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও গড়েয়া ডিগ্রী কলেজের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আ স ম গোলাম ফারুক রুবেল।
নতুন একাডেমিক ভবনের ভিত্তি কাজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়েয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন হেলাল।
৩১ শে মে মঙ্গলবার সকাল দশটায় গড়েয়া ডিগ্রী কলেজ  মাঠের অডিটোরিয়াম হল রুমের সামনে নতুন পাঁচতলা একাডেমিক ভবনের কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গড়েয়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান। গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মোদক।
এছাড়াও গভর্নিং বোর্ডের সদস্য ও অত্র কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক এবং কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভবনটি নির্মিত হলে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন অত্র কলেজের মসজিদের পেশ ইমাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *