নবাবগঞ্জে অটিজম ও নিউরো-ডেভলেপমেটাল প্রতিবন্ধিতা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫মে বুধবার সকাল ১০টায় দিনাজপুরের নবাবগঞ্জে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভলেপমেটাল ডিজএ্যাবিলিটি- (ঘঅঅঘউ) এর আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সাম এর সভাপতিত্বে ওয়ার্কশপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, সমবায় কর্মকর্তা নাসিমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমূখ। নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন জানান, এ ওয়ার্কশপে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রতিবন্ধীর অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সহ ১০০জন অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। তিনি বলেন আমার মেয়ে একজন প্রতিবন্ধী। সে পরিবারের সবকিছু বোঝে এবং কাজ করতে পারে। কিন্তু কথা বলতে পারে না। তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে গেছি, উন্নতি হয়নি। ওয়ার্কশপে উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের যত্ন সহকারে শিক্ষাদান করাব। তারাও মেধাবী হিসেবে শিক্ষা অর্জন করে দেশ সেবায় বড় ধরণের ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর কারমাইকেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ ওহিদুজ্জামান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম