ভূঞাপুরে জাতীয় কবি নজরুলের ১২৩তম জন্মজয়ন্তী উদযাপন

টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উদযাপন করেছে উপজেলার কাজী নজরুল ইসলাম শিল্পকলা একাডেমি।
এ উপলক্ষে আজ বুধবার (২৫ মে) সকালে ভূঞাপুর রিসোর্স সেন্টারে আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
কাজী নজরুল ইসলাম শিল্পকলা একাডেমি’র সভাপতি লিমা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, অধ্যাপক শংকর দাশ, মির্জা মহীউদ্দিন আহম্মেদ, একাডেমি উপদেষ্টা হাফিজুর রহমান ও ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক প্রমুখ।
এছাড়াও জন্মজয়ন্তী অনুষ্ঠানে আলোচনা সভায় আরও অংশ নেন- কবি আযাদ কামাল, নাট্যকার জলিল আকন্দ, কবি ও ছড়াকার মামুন তরফদার ও কবি সবুজ মাহমুদ প্রমুখ।

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.