টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় ইয়াছিন হোসেন কানন নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কাননের বন্ধু শহীদুল ইসলাম।
আজ সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বাইপাস আন্ডারপাসে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক নিশ্চিত করেছেন।
ইয়াছিন হোসেন কানন মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের আমীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইয়াসিন হোসেন কানন তার বন্ধু শহীদুলকে নিয়ে মির্জাপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। বাড়ি থেকে ৩০০ গজ দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস আন্ডারপাসে আসলে পেছন থেকে একটি ট্রাক মোটরসাাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন মারা যান। আহত হন শহীদুল।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম