দিনাজপুরের নবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ মুজিববর্ষ উপলক্ষ্যে ডিজিটাল ভূমি সেবা প্রদান ভূমি উনয়ন কর (খাজনা) আদায় সহজীকরণ ও ভূমি বিষয় জনসচেতেনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলার ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নবাবগঞ্জের অতিরিক্ত দায়িত্ব কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ২নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, মাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার মোঃ নুর আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শফিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ নজরুল ইসলাম, নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা খায়রুল আলম, সমবায় কর্মকর্তা নাসিমুল হক, দাউদপুর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব, গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের তহশীলদার আব্দুল মতিন, শালখুরিয়া ইউনিয়নের তহশীলদার মোছাঃ মরিয়ম প্রমূখ।

I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.