প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২২, ৭:১৪ পি.এম
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্ত সহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ ২২শে মে রোববার দুপুরে পৌর শহরের চৌরাস্থায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আলহাজ্ব মো: আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক তানভির হাসান তানু, সদস্য এবং দৈনিক জনকন্ঠ পত্রিকায় জেলা প্রতিনিধি এসএম জসিম উদ্দিন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, ফজলে ইমাম বুলবুল, রেজওয়ানুল হক রিজু, সাংবাদিক মজিবর রহমান শেখ, কামরুল হাসান প্রমুখ।
বক্তারা অবিলম্বে উল্লেখিত মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম