প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৪:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২২, ৯:৪৭ পি.এম
ঠাকুরগাঁওয়ে নিউরন ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

জনগণের স্বাস্থ্য সেবার লক্ষে অত্যাধুনিক মেশিনে নির্ভুল পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে যাত্রা শুরু করলো “নিউরন ডায়াগনস্টিক সেন্টার”। আজ শুক্রবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে বঙ্গবন্ধু সড়কের জমজম টাওয়ারে সেন্টারের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ: সাদেক কুরাইশী।
উদ্বোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা ডায়াগনস্টিক ও কিনিক মালিক সমিতির সভাপতি এবং ভুল্লী ডিগ্রী কলেজের অধ্য জুলফিকার আলী ভুট্টো, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো. জয়নাল আবেদীন, নিউরন ডায়াাগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো: জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারী, শেয়ার হোল্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম