মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দৌলতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে দৌলতপুর গ্রামের নিখিল হালদারের ছোট ছেলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র অভি হালদার (৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজ বাড়িতে মারা গেছে।
পার্শ্ববর্তী মিঠুন কুমার দাস জানান, পিতা নিখিল হালদার পেশায় একজন জেলে তিনি প্রতিদিন সকালে মাছ ধরতে চলে যান এবং মাতা একজন রাজমিস্ত্রীর কাজ করেন, তিনিও প্রতিদিনের মত সকালে তার নিজ কাজে চলে যান এ সুযোগে অভি হালদার বিদ্যুতের তার নিয়ে খেলা করার সময় নীজ ঘরের বারান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পিতা নিখিল হালদার বাড়িতে এসে তার ছেলেকে বারান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম