প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২২, ৯:৩০ পি.এম
ঠাকুরগাঁওয়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় সিরাজুল ইসলামকে অটোরিক্সা প্রদান

ঠাকুরগাঁওয়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বচ্ছল করতে অসহায় সিরাজুল ইসলামকে অটোরিক্সা প্রদান করা হয়। আজ শুক্রবার ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে তাকে অটোরিক্সার চাবি হস্তান্তর করা হয়।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ও এসএসসি-৯৩ স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের সহায়তায় হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রেসকাবের সভাপতি মনসুর আলী, সদস্য ও আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল, সংগঠনের জেলা শাখার উপদেষ্টা মো: নবীরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো: হারুনুর রশিদ, এসএসসি-৯৩ স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের পৃষ্টপোষক মো: ইয়াসিন আলী, প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার রাসেলসহ সংগঠনের সদস্যগণ। এ সময় দৃষ্টি প্রতিবন্ধী সিরাজুল ইসলামের আর্থিক স্বাবলম্বিতায় একটি অটোরিক্সা তুলে দেন অতিথিরা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম