সুন্দরগঞ্জে মহান মে দিবস উদযাপন

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেকাটারী উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার শ্রমিক আন্দোলনের উদ্যোগে সংগঠনের সমন্বয়ক রেজাউল ইসলামের সভাপতিত্বে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, জেলা সদস্য সচিব আবু বকর সিদ্দিক, কৃষক শ্রমিক জনতা লীগ সাদুল্যাপুর উপজেলা আহবায়ক আবু তাহের সায়াদ চৌধুরী উজ্জল, যুব আন্দোলনের হিরু মিয়া, নারী আন্দোলনের রেখা বেগম, শ্রমিক আন্দোলনের হাছেন আলী প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকরা যে নুন্যতম মঞ্জুরী নিরাপত্তামূলক আইন, ৮ ঘন্টা ব্যাপী কর্মদিবস সবই ১৮৮৬ সালে শ্রমিকদের আত্মত্যাগের ফলেই সম্ভব হয়েছে। শ্রমিকরাই একটি দেশের প্রাণশক্তি। কিন্তু পরিতাপের বিষয় দেশ স্বাধীনের ৪৮ বছরেও শ্রমিকদের জীবনমানের কোন পরিবর্তন হয়নি, তাঁরা নির্যাতিত, নিপীড়িত। সরকার মালিকদের ব্যবসার উন্নয়নের জন্য যতটা আন্তরিক শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য ততটা নয়।
বক্তারা আরও বলেন, পাকিস্তানীরা বাঙালিকে ২৪ বছর দাবিয়ে রেখেছিল। দেয়ালে যেদিন পিঠ ঠেকেছে বাঙালি নয় মাসে উলট পালট করে দিয়েছে। মালিকরা যাই বলুক শ্রমিকরা শোষিত ও বঞ্চিত হচ্ছে। মালিকরা ঠিকই জানেন, দেয়ালে যেদিন পিঠ ঠেকবে সেদিন ঠিকই তারা তাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বে। আমাদের দেশে প্রায় ৪৬টি কর্মক্ষেত্রে শ্রমিকরা কাজ করে। তারা যে ন্যায্য মজুরী পায় না তা তাদের রক্তশূন্য চেহারা দেখলেই বুঝা যায়। তারা অপুষ্টিতে ভুগছে। ১৮৮৬ সালের ঘটনাই আমাদের স্মরণ করিয়ে দেয় ‘দুনিয়ার মজদুর এক হও’ ন্যায্য অধিকার আদায়ের নিমিত্তে সংগ্রাম অব্যাহত রেখে অধিকার ছিনিয়ে আনতে হবে বলেন বক্তারা।
