টাঙ্গাইলের ভূঞাপুরে মায়ের সামনে সিলিং ফ্যান ছিড়ে পড়ে দুই ছেলের মৃত্যু হয়েছে। এতে দুই শিশুর মাও আহত হয়েছেন।
আজ রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু সাজিম (৬) ও সানি (৪ মাস)। তারা উপজেলা নিকরাইল ইউনিয়নের এক নম্বর পুনর্বাসন এলাকার ইউসুফের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ঘরের ভেতরে দুই শিশুকে মৃত অবস্থায় ও তাদের মাকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে আহত মাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘরের সিলিং ফ্যান পড়ে থাকায় ধারণা করা হচ্ছে তাদের ওপর ফ্যান পড়ে মৃত্যু হতে পারে। তবে বিষয়টি নিয়ে রহস্য দেখা দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্তারিত পরে জানাবেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম