প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২২, ১০:৫৭ পি.এম
ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির বার্ধিত সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ছাত্র ইউনিয়ন জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কমিটির আয়োজনে সভায় সংগঠনের সভাপতি ফজলে খোদা হেলন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি আশরাফুল আলম, জেলা কমিটির সাধারণ সম্পাদক অনিল রায়, জেলা নেতা আনোয়ার চৌধুরী, সিপিবি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক আহসানুল হক বাবু, ক্ষেতমজুর সমিতির সদস্য এসএম এরশাদ প্রমুখ। সভায় জেলার ৪টি উপজেলা ও জেলা কমিটির সম্মেলন আগামী জুনের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম