ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু : উদ্ধার-২

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া পুরাতন কবরস্থান সংলগ্ন নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২ শিশুকে জীবিত উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার বিকেলে ওই এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম জানান, বিকেলে ৪ শিশু নদীতে গোসল করতে যায়। এ সময় পানিতে তলিয়ে কহর পাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে সিয়াম (৯) ও একই গ্রামের মনুসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (১১) এর মৃত্যু হয়। একই সাথে শাওন (১২) ও অপর এক শিশুকে জীবিত উদ্ধার করে ডুবুরি দল। শিশুদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই ২ শিশুকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, ঘটনাটি মর্মান্তিক। বিষয়টি নোট করে রাখা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নিবেন বলে জানান তিনি।
নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, এ ঘটনায় এলাকাবাসী খুবই মর্মাহত। মৃত ২ শিশুর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান ঘটনাস্থলে পরিদর্শন শেষে মৃত ২ শিশুর পরিবারের সাথে দেখা করেন এবং তাদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.info/en-IN/register-person?ref=UM6SMJM3
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?