টাঙ্গাইলে ট্রাক চাপায় ট্রাকের হেলপার নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আল-আমিন (১৭) নামে এক ট্রাক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আল-আমিন উপজেলার জিগাতলা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার সিরাজকান্দি এলাকার নুরুল আলম মন্ডলের (নূহু মেম্বার) বালুরঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দশ চাকার ড্রাম ট্রাক নূহু মেম্বারের বালুরঘাটে বালু আনতে গিয়ে পিছন দিকে ঘুরাতে গেলে ট্রাকের হেলপার আল-আমিন ট্রাকের পিছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভূঞাপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারিনি। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.