ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে করোনা ঝুঁকি নিরসনে টিকা গ্রহনে প্রচারাভিযান

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে করোনা ঝুঁকি নিরসনে টিকা গ্রহণে প্রচারিভান উদ্বোধন করা হয়। আজ সোমবার বিকেলে সদর উপজেলার পি-পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ প্রচারাভিযান উদ্বোধন করা হয়।
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন-এমজেমফ’র সহযোগিতায় অনুষ্ঠানে আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, বিশেষ অতিথি সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এ. আর খালিদ হাসান, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ফোকাল পার্সন শামীম হোসেন প্রমুখ। বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা ইএসডিও’র “ক্যাম্পেইন ফর ভ্যাকসিনেশন ফর রিডিউসিং কোভিড রিক্সস (সিভিআরসিআর)” প্রকল্প।

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?