11:10 PM, 12 November, 2025

নবাবগঞ্জে খাদ্য নিরাপত্তা কর্মসূচী বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

20.3.22__01

নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সম্পর্কিত খাদ্য নিরাপত্তা প্রকল্প (ইফস্যাক-২) কর্মসূচী বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ মনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) বাংলাদেশের সহযোগীতায় এবং সোসাইটি ফর উদ্যোগ সংস্থার বাস্তবায়ন উপজেলা পরিষদ সভাকক্ষে সংস্থার গৃহীত কর্মসূচীর বাস্তবায়নের লক্ষ্যে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রকল্পের সুফলভোগীদের নিয়ে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, সোসাইটি ফর উদ্যাগ এর নির্বাহী পরিচালক উম্মে নহার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হোসনে আরা ববি, প্রোগ্রাম অফিসার মোছাঃ বিলকিস বেগম, একাউন্ট অফিসার আব্দুল মতিন, ফিল্ড অফিসার জাকির হোসেন, মাঠ সংগঠক ফিলিপ সরন, সুধীর সরন, ফাতমা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *