4:51 AM, 13 November, 2025

ভূঞাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ!

Screenshot_20220314-005150_Facebook

টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের দু’পাশে ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় যত্রতত্রভাবে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা ও দোকানপাট। সড়কের পাশে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

গতকাল রবিবার দিনব্যাপী ভূঞাপুর পৌর-শহরের বাসস্ট্যান্ড থেকে তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের নলিন বাজার পর্যন্ত খাবার হোটেল, চা-স্টল, ফলের দোকান ও কাপড়ের দোকানসহ প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং করা হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা তাদের দোকানপাট সরিয়ে নেয়নি। তাই সওজ’র উদ্যোগে অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আলিউল ইসলামকে একাধিকবার মোবাইল ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *