ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১ : আহত-১

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে ১ জন নিহত হন। এ ঘটনায় ২ মটরসাইকেল আরোহী আহত হন। আজ বৃহস্পতিবার পৌর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি নসিমনের সাথে ওই মোটরসাইকেলের ধাক্কা লাগে এ সময় পৌর শহরের কালিবাড়ী মহল্লার নুরুল ইসলাম (৬০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার ছেলে নাবিল (১৩)।
সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আহতরা সদর থানায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.