ঠাকুরগাঁওয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অ: দা:) ড. লুৎফর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফরহাদ হোসেন প্রমুখ। পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে দুর্যোগ প্রস্তুুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.