নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই মশিউর রহমানের নেতৃত্বে সাজা প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মোজাহিদুল ইসলাম(৪০), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং- জিয়াগাড়ী, থানা নবাবগঞ্জ জেলা-দিনাজপুর গ্রেপ্তার।
গত(৭ মার্চ) রাত্রি অনুমান ২.০০ ঘটিকার সময় তার নিজ বসত বাড়ী হতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামী ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ই(২) ধারার অপরাধে দোষী সাব্যস্ত হাওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে।
গ্রেপ্তারকৃত আসামীকে পুলিশ এস্কটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
