“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক কিশোরী সাইকেল র্যালির আয়োজন করা হয়।
নারী ফোরাম ঠাকুরগাঁওয়ের আয়োজনে এবং মানব কল্যাণ পরিষদ ( এমকেপি)র সহযোগীতায় আজ মঙ্গলবার সকালে এ সাইকেল র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি ঠাকুরগাঁও শিশু একাডেমি থেকে যাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এর আগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এমকেপি’র ঠাকুরগাঁও সভাপতি বিউটি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এ্যাড. মনিকা মল্লিক, শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী, নারী ফোরামের সভাপতি মনোয়ারা বেগম লিলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমকেপি ঠাকুরগাঁও প্রোজেক্ট কো-অর্ডিনেটর নাজমিন বেগম স্নিগ্ধা।

নারী দিবস উপলক্ষে আয়োজিত এ কিশোরী সাইকেল র্যালিতে ঠাকুরগাঁওয়ের ৬টি স্কুলের প্রায় ২শ শিশু কিশোরী অংশ গ্রহণ করে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম