গাইবান্ধায় ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন রমজান মাসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি ছিনতাই প্রতিরোধ, দ্রব্যমূল্য সহনীয় রাখা, ফুটপাতে দোকান বসানো বন্ধ করা, পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, যানজট নিরসনসহ শহরকে পরিচ্ছন্ন রাখা ও নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয় নিয়ে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির প্রতিনিধি, বিভিন্ন বিপনী বিতানের মালিক, ব্যবসায়ী সমিতি এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন গাইবান্ধার মানবিক পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
সদর থানা পুলিশের আয়োজনে আজ ৫ মে রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের এসময় উপস্থিত ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন সমস্যা গুলো পুলিশ সুপারের নিকট তুলে ধরে প্রতিকার চান।
