3:24 AM, 13 November, 2025

বাংলাদেশ টি স্টাফ এসোসিয়েশনের সাথে মালিকপক্ষের ১১তম বৈঠক  

received_581990578975242
মো সুমন, শ্রীমঙ্গল(মৌলভীবাজার):
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন (বিটিইএসএ) এবং বাংলাদেশীয় চা সংসদ (বিটিএ) এর মধ্যে দ্বি-বার্ষিক (২০১৮-২০১৯) চুক্তিনামা বিষয়ক একাদশতম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানী মহাখালীর বিটিএ এর হেডঅফিস সভাকক্ষে সারাদেশে ২৪০টি (ফাঁড়ি বাগানসহ) ছোট-বড় চা বাগানের কর্মরত স্টাফদের বেতনভাতাসহ বিভিন্ন বিষয়টি নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) এবং এম আহমেদ টি কোম্পানির কর্মরত টি-স্টাফদের কয়েক কোটি টাকা পাওয়া নিয়ে গত মার্চ মাসে শ্রম প্রতিমন্ত্রীর দপ্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকের ফলোআপ সম্পর্কে  বিটিএ এবং বিটিইএসএ এর মধ্যকার ১১তম বৈঠকে বিষয়টি সমাধানের লক্ষ্যে আলোচনা হয়েছে বলে বিটিইএসএ সূত্রে জানা গেছে।
এ বৈঠকে মালিকপক্ষদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদ (বিটিএ) এর ‘লেবার ওয়েলফেয়ার হেলথ সাব-কমিটি’র আহ্বায়ক তাহসিন আহমেদ চৌধুরী, গোলাম মোহম্মদ শিবলি, আলতমাস হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বৈঠকে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন (বিটিইএসএ) এর পক্ষে সংগঠনের সভাপতি মাহবুব রেজা, সাধারণ সম্পাদক মোহম্মদ জাকারিয়া, প্রচার-সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক আলমগীর শাওনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিটিইএসএ এর সভাপতি মাহবুব রেজা বলেন, সারাদেশে কর্মরত চা বাগানের স্টাফদের মুজুরির বৃদ্ধিসহ কয়েকটি চা বাগানের ত্রিশ-পয়ত্রিশ জন টি-স্টাফদের গ্রেচুয়িটির বিষয়ে মালিকপক্ষদের সাথে আজ আলোচনা হয়েছিল। বলা যেতে পারে সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে।